চুক্তি ছাড়াই ট্রাম্প-কিমের সম্মেলন সমাপ্ত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের মধ্যে ভিয়েতনামে অনুষ্ঠিত দুইদিনের শীর্ষ সম্মেলন কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। খবর বিবিসির।

এক বিবৃতিতে হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ স্যান্ডার্স বলেন, কিম তার দেশের ওপর থেকে সব মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে জোর দেয়ায় এবারের সম্মেলনে কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। উভয়পক্ষই ভবিষ্যতে আরও বৈঠকের আশা করছে।

ভিয়েতনামের হ্যানয়ে একটি সংবাদ সম্মেলনে মি. ট্রাম্প বলেন, উত্তর কোরিয়ার ইয়াংবিয়ন পারমাণবিক কেন্দ্র বন্ধ করে দেয়ার বদলে সব নিষেধাজ্ঞা তুলে নেয়ার দাবি করছেন মি. কিম, কিন্তু যার জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত নয়।

ভিয়েতনামের এ শীর্ষ সম্মেলনে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে একটি চুক্তির ঘোষণা দেবে বলে প্রত্যাশা করা হচ্ছিল বলে জানিয়েছে বিবিসি। 

কিন্তু সিঙ্গাপুরের বৈঠকের পর ভিয়েতনামেও নিরস্ত্রীকরণ নিয়ে ধোঁয়াশা কাটেনি। নিরস্ত্রীকরণ নিয়ে সুনির্দিষ্ট কোনো প্রতিশ্রুতি না থাকায় এবারও বৈঠক ব্যর্থ হলো বলে মনে করছেন সমালোচকেরা।

 

টাইমস/এএস/এইচইউ

Share this news on: