বার্গারের দাম ৬৭ হাজার টাকা

বার্গার অনেকেরই খুব পছন্দের খাবার। বিভিন্ন রকমের বার্গার দিয়ে রসনা তৃপ্তির সময় দাম নিয়ে ভাবেন না অনেকেই। কিন্তু সম্প্রতি জাপানের একটি রেস্তোরাঁ যে বার্গার তৈরি করেছে তার দাম শুনলে চমকে যাবে আপনিও। ওই বার্গারটিকেই বলা হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি বার্গার।

জাপানের টোকিও-তে রয়েছে ওক ডোর স্ট্রিকহাউস। এই রেস্তোরাঁর শেফ হলেন প্যাট্রিক শিমাদা। তিনিই তৈরি করেছেন বিশেষ ধরনের বার্গার। যার দাম বাংলাদেশি মুদ্রায় ৬৭ হাজার ৬৪৪ টাকা। এ বছর জুন  মাস অবধি ওই রেস্তোরাঁয় পাওয়া যাবে এই বার্গার।

এই বার্গার তৈরির জন্য ব্যবহৃত হয়েছে বিফ প্যাটি, ফয়া গ্রা (হাঁসের লিভার থেকে তৈরি)। এছাড়াও লেটুস, চিজ, টমাটো, পেঁয়াজও রয়েছে এই বার্গারে। কিন্তু এই বার্গারের সবথেকে দামি উপাদান হল সোনা। বার্গারের ভেতর প্রায় ছয় ইঞ্চি জুড়ে রয়েছে গুঁড়ো সোনার স্তর। এ জন্যই বার্গারটির এত দাম।

জাপানের নতুন রাজা হয়েছেন প্রিন্স নাহুরিতো। নতুন রাজা অভিষেক উদ্‌যাপন করার জন্যই এই রাজকীয় বার্গার বানিয়েছে জাপানের ওই সংস্থাটি।

 

 

টাইমস/এসআই

Share this news on: