১৪ ছাগল কুকুর নিয়ে ভারতে বেড়াতে এলেন মার্কিন নারী

যুক্তরাষ্ট্রের এক নারী পর্যটক সম্প্রতি বেড়াতে এসেছেন ভারতে। তবে তিনি একা আসেননি। সঙ্গে এনেছেন ১৪টি পোষা প্রাণী। এই পোষা প্রাণীগুলোর মধ্যে রয়েছে, ছয়টি বিড়াল, সাতটি কুকুর ও একটি ছাগল।

পোষা প্রাণী নিয়ে এত দূর আসতে মার্কিন ওই নারীর কোনো সমস্যা হয়নি, তবে বাধ সেধেছে গুজরাটের একটি হোটেল।  আহমেদাবাদের যেই হোটেলে ওই নারী তার ১৪ পোষা প্রাণীসহ উঠেছেন।

হোটেল কর্তৃপক্ষের সাফ কথা, পোষা প্রাণী নিয়ে তাদের হোটেলে থাকা যাবে না। এখনই তাকে হোটেল ত্যাগ করতে হবে।

তিন দিনের জন্য গুজরাটের হোটেলটিতে উঠেছিলেন ওই নারী। কর্তৃপক্ষের এমন কথা শুনে তিনি ক্ষেপে যান। সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন দেন তিনি।

ওই হোটেলের ব্যবস্থাপক প্রদীপ আগারওয়াল বার্তা সংস্থা এএনআইকে জানান, মার্কিন ওই পর্যটক তার ১৪ পোষা প্রাণী নিয়ে ৯ এপ্রিল আমাদের হোটেলে উঠেন। আমরা তাকে চলে যেতে বলেছি কারণ পোষা প্রাণী নিয়ে আমাদের এখানে থাকার নিয়ম নেই। তাই তিনি পুলিশ ডেকেছেন।

এনডিটিভির এক খবরে বলা হয়, মার্কিন ওই নারীর বিরুদ্ধে হোটেলের অন্যান্য অতিথিরা অভিযোগ জানিয়েছিল। তাই হোটেল কর্তৃপক্ষ তাকে চলে যেতে বলেছিল। তবে তিনি যাননি। তিন দিন থাকার পরেই ওই নারী অন্য শহরে চলে গেছেন বলে খবরে বলা হয়েছে।

 

টাইমস/এসআই

 

Share this news on: