পাকিস্তানের ইতিহাসে প্রথম উর্দুতে রায়

পাকিস্তানের ইতিহাসে এই প্রথমবারের মতো উর্দুতে  আদালতের রায় ঘোষণা করা হয়েছে। শনিবার লাহোর হাইকোর্ট ১৫০ বছরের ইতিহাসে এই প্রথম উর্দুতে কোনো রায় প্রকাশ করল।

ব্রিটিশ শাসনামল থেকেই পাকিস্তানের আদালতগুলো সব সময় ইংরেজিতে রায় ঘোষণা করে আসছিল।

উর্দুতে লিখিত এক রায়ে বলা হয়, পাকিস্তানের বিভিন্ন স্থানে পবিত্র কুরআনের কিছু কপি ছড়িয়ে পড়েছে যেগুলোর শুদ্ধতা নিয়ে প্রশ্ন উঠেছে। এসব কপি অবিলম্বে বাজেয়াপ্ত করতে হবে এবং কুরআন প্রকাশের প্রক্রিয়ায় কড়া নজরদারি নিশ্চিত করতে হবে।

উর্দুতে রায় ঘোষণা হওয়ায় ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তানের সাধারণ জনগণ ও গণমাধ্যম।

পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খান গতবছর শপথ নেয়ার পর ঘোষণা করেছিলেন, তিনি দেশটির জাতীয় ভাষা ও সংস্কৃতি রক্ষায় জোরালো ভূমিকা পালন করবেন।

 

টাইমস/এসআই

Share this news on: