ভারতে মাওবাদী নেতার যাবজ্জীবন কারাদণ্ড

ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন মাওবাদী নেতা সব্যসাচী পান্ডার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। শনিবার দেশটির ওডিশার বারহামপুরের অতিরিক্ত জেলা জজের আদালত এ রায় দেন।

রায়ে পান্ডাকে ভারতীয় দণ্ডবিধির ১২১ ধারার বিধান মতে দণ্ডিত করা হয়। অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অনিল সাহু গণমাধ্যমকে এ তথ্য জানান।

দণ্ডবিধি ১২১ ধারায় রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ কিংবা যুদ্ধের উস্কানি বা যুদ্ধ সংঘটনে ক্ষোভকে জোরদার করার বিরুদ্ধে বিধান রয়েছে।  

এর আগে ২০১৪ সালের ১৭ জুলাই পুলিশ সব্যসাচী পান্ডাকে বারহামপুরের মাঙ্গালভারমপেতার বাড়ি থেকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে আগ্নেয়াস্ত্রসহ বেশ কিছু সোনাদানা ও নগদ টাকা উদ্ধার করে। তিনি ভারতীয় পুলিশের তালিকাভুক্ত মোস্ট ওয়ান্টেড আসামী ছিলেন। 

আদালত এ মামলার রায়ের আগে ১৫ সাক্ষ্যের সাক্ষীসহ অন্যান্য তথ্য-প্রমাণাদি বিবেচনায় নেয়।

তবে পান্ডার পক্ষের আইনজীবীরা বলছেন, তারা এ রায়ের বিপক্ষে উচ্চ আদালতে যাবে। তার বিরুদ্ধে যে ১৩৫ টি মামলা রয়েছে তার মাত্র ৫২ টিতে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

পান্ডা ওডিশায় মাওবাদীদের দ্বারা সংঘটিত বেশ কিছু অপারেশনের সঙ্গে যুক্ত। এরমধ্যে হত্যা, লুণ্ঠনসহ বেশ কিছু মামলায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

 

টাইমস/এমএস

Share this news on: