তাজিকিস্তানে কারাগারে আইএসের দাঙ্গায় নিহত ৩২

তাজিকিস্তানের একটি কারাগারে বন্দি আইএস জঙ্গিদের দাঙ্গায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন। ছয় মাসের মধ্যে দেশটিতে এ নিয়ে দুই বার দাঙ্গার ঘটনা ঘটল।

রোববার রাজধানী দুশানবে থেকে ১৭ কিলোমিটার দূরে ভাখদাত শহরের কারাগারে এ দাঙ্গা হয়। খবর ডয়চে ভেলের।

সোমবার দেশটির বিচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সাজাপ্রাপ্ত আইএস জঙ্গিরা ছুরি নিয়ে আক্রমণ করে তিন জন কারারক্ষী ও পাঁচজন বন্দিকে হত্যা করে ৷ ‘ভীতিকর পরিস্থিতি' তৈরি করে কারাগার থেকে পালানোর জন্য এই হামলা চালায় আইএস জঙ্গিরা।

পরে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২৪ জন জঙ্গি নিহত হয়েছে বলে জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।

দাঙ্গা সৃষ্টিকারীদের মধ্যে তাজিকিস্তানের বিশেষ বাহিনীর সাবেক প্রধানের ছেলে বেখরুজ গুলমুরদ (২০) ছিলেন। গুলমুরদ চার বছর আগে আইএসের হয়ে যুদ্ধে গিয়েছিল।

ধর্মীয় উগ্রবাদী সাজাপ্রাপ্তদের কারাগার বলে পরিচিত ভাখদাত কারাগারে আইএস জঙ্গিসহ মোট দেড় হাজার বন্দি ছিল বলে জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম।

আইএস-বিরোধী যুদ্ধে তাজিকিস্তান অংশ নেওয়ায় ২০১৮ সালের নভেম্বরেও একটি কারাগারে দাঙ্গার সৃষ্টি করেছিল আইএস।

তাজিক সরকারের তথ্যমতে, গত কয়েক বছরে উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাসহ প্রায় ১ হাজার তাজিক নাগরিক আইএসের হয়ে যুদ্ধ করতে সিরিয়া ও ইরাকে গিয়েছে।

 

টাইমস/এএইচ/জেডটি

Share this news on:

সর্বশেষ