মার্কিন ডলার ব্যবহার বাদ দিচ্ছে রাশিয়া-চীন

ব্যবসায়ে লেনদেনের ক্ষেত্রে মার্কিন ডলার ব্যবহার বাদ দিচ্ছে শক্তিশালী দুই দেশ রাশিয়া ও চীন। এ সংক্রান্ত একটি চুক্তি সই করেছে মস্কো এবং বেইজিং।

রুশ দৈনিক ইসভেস্তিয়ার এক খবরে বলা হয়, দ্বিপাক্ষিক বাণিজ্যে দেশ দু'টি নিজেদের জাতীয় মুদ্রা ব্যবহার করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এ সংক্রান্ত একটি চুক্তিতে সই করেছেন রুশ অর্থমন্ত্রী অ্যান্তোন সিলুয়্যানোভ এবং চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়নার প্রধান  ই গ্যাং। দেশ দুটি বাণিজ্য ক্ষেত্রে ডলার ব্যবহার থেকে সরে আসার যে তৎপরতা চালাচ্ছে নতুন চুক্তি তা আরও জোরদার করবে। দুই দেশের জন্য আন্তঃসীমান্ত বাণিজ্যের জন্য দেশ দুটি নতুন একটি পদ্ধতি তৈরি করছে বলে দৈনিকটি জানিয়েছে।

 

টাইমস/এসআই

Share this news on: