শ্রীলংকার পুলিশ প্রধান আটক

শ্রীলংকার পুলিশ প্রধান ও সাবেক প্রতিরক্ষা সচিবকে আটক করা হয়েছে। ইস্টার সানডের দিন শ্রীলংকায় বোমা হামলার ঘটনায় নিরাপত্তা সুরক্ষায় ব্যর্থতার কারণে মঙ্গলবার পুলিশ প্রধান পুজিথ জয়সুন্দরা ও প্রতিরক্ষা সচিব হেমাসিরি ফারনান্দোকে আটক করা হয়।

এর আগে একই কারণে দেশটির গোয়েন্দা বিভাগের প্রধান সিসিরা মেনডিসকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা।

চলতি বছরের এপ্রিল মাসে শ্রীলংকায় তিনটি বিলাসবহুল আবাসিক হোটেল ও তিনটি চার্চে ভয়াবহ আত্মঘাতী হামলার ঘটনা ঘটে। এতে ২৫৩ জন নিহত হন। আহত হয় আরও পাঁচ শতাধিক।

হামলায় গোয়েন্দা সতর্কবার্তা নিয়ে বিতর্কের প্রেক্ষাপটে প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা দেশটির পুলিশ প্রধান ও প্রতিরক্ষা সচিবকে পদ ছাড়ার নির্দেশ দেন।

এছাড়া সিরিসেনা পুলিশ প্রধান পুজিথ জয়সুন্দরাকে পদত্যাগের আহ্বান জানিয়ে পরবর্তী পুলিশ প্রধানের নাম ঘোষণা করার পরও তিনি পদ না ছাড়ার সিদ্ধান্তে অটল ছিলেন।

 

টাইমস/জিএস

Share this news on: