‘গাজায় বড় ধরনের সামরিক আগ্রাসন চালানোর হুমকি নেতানিয়াহুর’

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অবরুদ্ধ গাজা উপত্যকায় বড় ধরনের সামরিক আগ্রাসন চালানোর হুমকি দিয়েছেন।

বুধবার মন্ত্রিপরিষদের সঙ্গে বৈঠকে অবরুদ্ধ গাজার পরিস্থিতি নিয়ে আলোচনার পর নেতানিয়াহু এ হুমকি দেন।

নেতানিয়াহু বলেন, ইসরায়েল শান্তি প্রতিষ্ঠা করতে চায়। তবে একইসঙ্গে প্রয়োজনে বড় ধরনের সামরিক অভিযান চালানোর জন্য তেল আবিব প্রস্তুতি নিচ্ছে। সেনাবাহিনীকে এ বিষয়ে নির্দেশনা দেয়া আছে।

এ সময় নেতানিয়াহু স্থানীয় এবং আঞ্চলিক কাউন্সিল প্রধানদের সঙ্গেও পৃথকভাবে বৈঠকে মিলিত হন।

বৈঠকে গাজা নিয়ে কাঙ্ক্ষিত এবং প্রত্যাশা অনুযায়ী বিশেষ আলোচনা না করায় অনেক কাউন্সিল প্রধান নেতানিয়াহুর বৈঠক বর্জন করে।

নানা দুর্নীতিতে অভিযুক্ত নেতানিয়াহু সম্প্রতি অবরুদ্ধ গাজা থেকে নিক্ষিপ্ত রকেট সংকট নিয়ে বিরাট চ্যালেঞ্জের মধ্যে রয়েছে।

 

টাইমস/এএইচ/এসআই

Share this news on: