এবার তেলবাহী ট্যাঙ্কার আটক করলো ইরান

মার্কিন যুক্তরাষ্ট্র-ব্রিটেনের সঙ্গে চলমান টানাপোড়েনের মধ্যেই এবার্‌ একটি তেলবাহী ট্যাঙ্কার আটকের দাবি করলো ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেসটিভি জানায়, ওই ট্যাঙ্কারে পাচারকৃত এক মিলিয়ন লিটার তেল ছিল।

দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা ফার্সের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, রোববার ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ডের সদস্যরা ওই ট্যাঙ্কারটিতে হামলা চালিয়ে ১২ জনকে ধরে নিয়ে যায়।

রেভ্যুলুশনারি গার্ডের এক সদস্যের বরাত দিয়ে ফার্স নিউজ আরো জানায়, জাহাজটির ধারণ ক্ষমতা ২ মিলিয়ন লিটার। বিদেশি ওই জাহাজটি হরমুজ প্রদেশের একটি ছোট দ্বীপ লারাকের দক্ষিণের একটি এলাকায় আটকে ছিল।

একটি আইআরজিসি বিবৃতি উদ্ধৃত করে, ফারস জানায় যে জাহাজ - যার ২ মিলিয়ন লিটার ক্ষমতা রয়েছে - এটি একটি বিদেশী ট্যাঙ্কার এবং হরমুজ স্ট্রেটের একটি ছোট দ্বীপ লারাকের দক্ষিণে একটি এলাকায় আটক ছিল।

এর আগে গত ৬ জুলাই জিব্রাল্টার প্রণালীতে ইরানের তেলবাহী একটি ট্যাঙ্কার আটক করে ব্রিটেন।

 

টাইমস/এমএস 

Share this news on: