ইয়েমেন নিয়ে ‘বিপদে’ সৌদি যুবরাজ

ইয়েমেনে সামরিক আগ্রাসন চালাতে গিয়ে সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান আটকে গেছেন। এ জন্য তিনি আবারো যুক্তরাষ্ট্রের সাহায্য চেয়েছেন। ইয়েমেন ইস্যুতে বিন সালমান আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ চাপের মুখে রয়েছেন বলেও মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে। খবর পার্সটুডের।

সৌদি আরব নেতৃত্বাধীন জোট চার বছরের বেশি সময় ধরে দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন চালালেও এখন পর্যন্ত কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি। পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় পুনর্বহাল ও হুতি আনসারুল্লাহ আন্দোলনকে নির্মূল করা ছিল এ সামরিক আগ্রাসনের প্রধান দুটি লক্ষ্য।

সৌদি যুবরাজ অনেকটা হতাশ হয়েই যুক্তরাষ্ট্রের কাছে বাড়তি সাহায্য চেয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কূটনীতিক এ তথ্য দিয়েছেন।

কাঙ্ক্ষিত সাহায্যের মধ্যে রয়েছে গোয়েন্দা সহযোগিতা ও মার্কিন স্পেশাল ফোর্স মোতায়েনের দাবি। ইয়েমেন আগ্রাসনের শুরু থেকেই যুক্তরাষ্ট্র সৌদি আরবকে অস্ত্র ও রসদ দিয়ে সহযোগিতা করে আসছে।

 

টাইমস/এসআই

Share this news on: