পাখিদের পানি পানে অভিনব ব্যবস্থা আরব আমিরাতে

মরুদেশে পানির উৎস মূলত দুটো। সামুদ্রিক পানি এবং ভূগর্ভস্থ পানি। কিন্তু ভূগর্ভস্থ পানিতে লবণের পরিমাণ সামুদ্রিক পানি থেকেও অনেক বেশি। ফলে মূলত সামুদ্রিক জলকে পরিশোধন করে পানীয় জল হিসেবে ব্যবহার করা হয়। যা খুবই ব্যয়বহুল।

কথিত আছে, মরুভূমিতে পানির তৃষ্ণায় মরতে বসা এক বেদুইন তার উটের গলাকেটে জমিয়ে রাখা পানি পান করে জীবন বাঁচিয়েছিল। আর সেই মরুদেশ সংযুক্ত আরব আমিরাত পাখিদের পানি পান করার জন্য নিয়েছে অভিনব এক ব্যবস্থা।

শারজা জেলা এবং দিব্বা অল হিসন মিউনিসিপ্যালিটির সহযোগিতায় পাখিদের জন্য খাবারের পানির ব্যবস্থা করা হয়েছে।

শারজা জেলা এবং গ্রাম বিষয়ক দপ্তরের সহযোগিতায় ৪০০টি পাত্রের ব্যবস্থা করা হয়েছে। যেগুলোতে পাখিদের জন্য পানীয় পানি রাখা হবে।

শহরের বিভিন্ন জায়গায় এই পানিভর্তি পাত্র রাখা থাকবে। পাখিরা প্রয়োজনে যখন তখন সেই পানি পান করতে পারবে।

পাত্রগুলোর ওপর নজরদারিও রাখার দায়িত্ব দিব্বা অল হিসন মিউনিসিপ্যালিটির। পাত্র ফুটো বা ভেঙে যাচ্ছে কি না, বা পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি আছে কি না তা দেখার দায়িত্ব ওই মিউনিসিপ্যালিটির।

ওই মিউনিসিপ্যালিটি সূত্রে খবর, এর জন্য প্লাস্টিকের পাত্রের ব্যবস্থা করা হয়েছে। প্লাস্টিকের পাত্রগুলোর আকার এমনই রাখা হয়েছে, যাতে জল খেতে পাখিদের কোনও অসুবিধা না হয়।

 

টাইমস/এএইচ/এসআই

Share this news on: