ইসরায়েলের সাথে ফিলিস্তিনের সব চুক্তি বাতিল: মাহমুদ আব্বাস

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ঘোষণা করেছেন, ইসরায়েলের সাথে করা চুক্তিগুলো তারা আর মেনে চলবে না। এই ঘোষণা বাস্তবায়নে তারা একটি কমিটি গঠন করবেন। খবর বিবিসির।

শুক্রবার বিবিসির খবরে বলা হয়, সোমবার জেরুজালেমের সুর বাহের গ্রামের ফিলিস্তিনিদের কিছু বাড়িঘর ইসরায়েল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়। এরপর ফিলিস্তিনি প্রেসিডেন্ট এক জরুরি বৈঠকের পর এই ঘোষণা দেন।

গত ২৫ বছরে ইসরায়েল এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের মধ্যে নিরাপত্তা সহযোগীতাসহ যেসব প্রশাসনিক ব্যবস্থার চুক্তি হয়েছিল এই ঘোষণার ফলে তা বাতিল হয়ে গেল।

তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের এই ঘোষণা নিয়ে ইসরায়েল এখনও কোন মন্তব্য করেনি।

এর আগে সুর বাহের গ্রামের বাড়িঘর ভাঙার কারণ হিসেবে ইসরায়েল দাবি করেছিল, এসব বাড়িঘর অবৈধভাবে নির্মাণ করা হয়েছে। আর এগুলো সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে হওয়ায় নিরাপত্তা ঝুঁকিও রয়েছে তাই হাইকোর্টের নির্দেশে ভাঙা হচ্ছে।

ফিলিস্তিন জেরুজালেমের কিছু গ্রাম শাসন করে যার মধ্যে গুঁড়িয়ে দেওয়া এই গ্রামও রয়েছে। আর গ্রামের বাসিন্দারা বাড়িঘর করার জন্য ফিলিস্তিনি কর্তৃপক্ষের অনুমতি নিয়েছিল বলেও জানা গেছে।

এই ঘটনায় ১৭ জন ফিলিস্তিনি গৃহহীন হয়েছেন। আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের এই পদক্ষেপের কঠোর নিন্দা জানানো হয়েছে।

 

টাইমস/ এএইচ/এসআই

Share this news on: