ফিলিপাইনে ভূমিকম্পে নিহত ৮

ফিলিপাইনে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত আটজন নিহত ও ৬০ জন আহত হয়েছেন।

আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন জানিয়েছে, শনিবার স্থানীয় সময় ভোর সোয়া ৪টার দিকে দেশটির উত্তরাঞ্চলীয় দ্বীপপুঞ্জে আঘাত হানে। এর মাত্রা ছিল ৬ দশমিক ৪। এর ২০ মিনিট পর বাটানস প্রদেশে রিখটার স্কেলে ৫ দশমিক ৯ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে।

সেখানকার স্থানীয় কর্মকর্তারা বলছেন, যখন প্রথম ভূমিকম্পটি হয় তখন বেশিরভাগ মানুষই ছিল ঘুমের মধ্যে। ভূমিকম্পে অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফিলিপাইন সরকারের ভূমিকম্প বিষয়ক দপ্তর জানিয়েছেন, প্রত্যাশিত আফটার শক হলেও সুনামি শঙ্কা নেই।

বাতানেস শহরের মেয়র রাউল ডি সাগন বলেন, ভূমিকম্পে কিছু দেয়াল মানুষের ওপর ধসে পড়ে। ঘুমন্ত অবস্থায় ভূমিকম্প হওয়ায় অনেকে নিহত হয়েছেন।

 

টাইমস/জিএস

Share this news on: