লাদেনপুত্র হামজাকে হত্যার দাবি যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেন নিহত হয়েছেন। মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা এমনটাই দাবি করেছেন। বৃহস্পতিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

লাদেনপুত্র নিহত হওয়ার পেছনে নিজেদের ভূমিকা রয়েছে এমন দাবি করলেও কখন, কোথায় আর কিভাবে ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি মার্কিন গোয়েন্দা সূত্রগুলো।

বাবার হত্যার প্রতিশোধ নিতে হামজা কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোতে হামলা চালাতে অনুসারীদের আহ্বান জানিয়ে অডিও-ভিডিও বার্তা দিয়ে আসছিলেন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে হামজাকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তখন বলা হয়েছিল, হামজার বিষয়ে কেউ তথ্য দিতে পারলে তাকে ১০ লাখ ডলার পুরস্কার দেয়া হবে।

হামজা ২০১৫ সালে আল-কায়েদার সদস্য হন। ২০১৭ সালে তাকে কালো তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র। এই তালিকায় হামজাকে ‘বিশেষ বৈশ্বিক সন্ত্রাসী’ বলা হয়। এর আগে হামজার সৎভাই সাদকে একই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

 

টাইমস/জিএস

Share this news on: