যুক্তরাষ্ট্রে শপিং মলে বন্দুকধারীর গুলিতে নিহত ২০

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারীর গুলিতে অন্তত ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ ক'জন। শনিবার বেলা ১১টার দিকে দেশটির টেক্সাস অঙ্গরাজ্যের এল পাসোর সিয়েলো ভিস্তা শপিং মলে ওয়াল মার্টের দোকানে এই ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ২৪ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এসব তথ্য দেয়া হয়েছে।

এ ঘটনায় সন্দেহভাজন একুশ বছর বয়সী এক শ্বেতাঙ্গকে আটক করেছে পুলিশ এবং সে একাই হামলা করেছে বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে বলা হচ্ছে, সন্দেহভাজন ব্যক্তির নাম প্যাট্রিক ক্রুসিয়াস, সে ডালাস এলাকার একজন বাসিন্দা।

সিসিটিভি ফুটেজেও একজন ব্যক্তিকে বন্দুকধারী হিসাবে দেখা যাচ্ছে এবং যুক্তরাষ্ট্রের গণমাধ্যম বলছে, গাঢ় টি-শার্ট পড়া স্বয়ংক্রিয় অস্ত্র হাতে ব্যক্তি হামলা করেছে।

হামলাকারী প্যাট্রিক ক্রুসিয়াসকে যে পুলিশ সদস্যরা আটক করেছেন, তাদের প্রশংসা করেছেন এল পাসোর মেয়র গ্রেগ অ্যাবট। তিনি বলেন, ''এরকম দুঃখজনক ঘটনা এখানে কখনো ঘটেনি, কখনো ভাবিনি এল পাসোতে এমনটা কখনো ঘটবে। এটা আমাদের দুঃখ দিয়েছে।''

শপিং মলে বন্দুকধারীর হামলার ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুইটবার্তায় তিনি বলেন, এল পাসোর ঘটনা অতি পীড়াদায়ক। এতে অনেকের প্রাণ ঝরেছে।

 

 

টাইমস/জিএস

Share this news on: