গরুকে পূজা দেয়ার পর রাখি বাঁধলেন বিজেপি নেতা

রাখি বন্ধন হিন্দুদের এক বিশেষ উৎসব যা শ্রাবণ মাসে পালিত হয়। রাখি বন্ধন শ্রাবণ পূর্ণিমা বা রাখি পূর্ণিমা হিসেবে ভারতের বিভিন্ন অংশে জনপ্রিয়। এই রাখি বন্ধন উৎসব মূলত ভাই ও বোনের বন্ধন ও ভালোবাসার সম্পর্ককে উৎসাহিত করার উৎসব। এই দিনটি একে অপরের প্রতি আরও দায়বদ্ধ হওয়ার দিন। এই দিন বোন বা দিদিরা তাদের ভাই বা দাদার হাতে রাখি পরিয়ে ভালোবাসা জানায় এবং জীবনভর দাদা বা ভাইয়েরা তাদের নিঃস্বার্থভাবে রক্ষা করার প্রতিশ্রুতি দেয়।

তবে ব্যতিক্রম দেখা গেল ভারতের লক্ষ্ণৌতে।  সেখানকার বিজেপি নেতা ভুক্কল নবাব একটি গরুর গলায় রাখি পরিয়েছেন। তার আগে গরুকে পূজাও দিয়েছেন এই নেতা।

বিজেপি নেতা ভক্কুল জানান, এ নিয়ে দ্বিতীয়বারের মতো এই উৎসবের আয়োজন করা হয়েছে। মানুষের সঙ্গে গরুর সম্পর্ক আরও সুদৃঢ় করতে এবং গোহত্যা বন্ধ করতেই এই আয়োজন করা হয়েছে।

নিজেকে হনুমান ভক্ত বলে পরিচয় দেয়া এই নেতা গত বছরই সমাজবাদী দল (সপা) ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। বর্তমানে উত্তর প্রদেশে বিজেপির গুরুত্বপূর্ণ পদে রয়েছেন ভুক্কল।

বৃহস্পতিবার গরুকে পূজা দেয়ার পর তাকে রাখি পরিয়ে  রাখি বন্ধন উৎসব শুরু করেন তারা।

 

টাইমস/এসআই

Share this news on: