ভারতের পরমাণু নীতি বদল নিয়ে ইমরানের উদ্বেগ

ভারতের পরমাণু নীতিতে বদলের ইঙ্গিত দিয়ে কয়েক দিন আগে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন, যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে, শত্রুপক্ষের বিরুদ্ধে প্রথম পরমাণু অস্ত্র কখনও ব্যবহার করবে না ভারত। এখনও পর্যন্ত এটাই নয়াদিল্লির পরমাণু অস্ত্রের নীতি বলে গোটা দুনিয়া জানে। কিন্তু আগামী দিনে এই নীতি বদলাতে পারে বলে জানিয়েছেন রাজনাথ।

তিনি বলেন, ‘সব কিছুই পরিস্থিতির ওপর নির্ভর করছে।’

রাজনাথ সিংয়ের এমন বক্তব্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এক টুইট বার্তায় বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করার জন্য তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন।

তিনি ভারতের পারমাণবিক অস্ত্রাগারের সুরক্ষা এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

ইমরান আরও বলেন, কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায় সতর্ক। কাশ্মীরে শান্তি প্রতিষ্ঠায় এখন জাতিসংঘের পর্যবেক্ষক পাঠানো উচিত।

রাজনাথের মন্তব্যের প্রতিক্রিয়ায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বলেছেন, এ ধরনের মন্তব্য ভারত ও এর আশপাশের অঞ্চলে স্থিতিশীলতার নষ্ট করছে।

 

টাইমস/এসআই

Share this news on: