কাশ্মীরে গণভোট আয়োজন করতে ওআইসির আহ্বান

জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের ঘটনায় সৃষ্ট সঙ্কটের সমাধানে সেখানে গণভোট আয়োজনের আহ্বান জানিয়েছে মুসলিম দেশগুলোর জোট ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)।

সংস্থাটির মহাসচিবের দপ্তরের এক বিবৃতিতে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদার প্রতি সমর্থনও জানানো হয়েছে। খবর পার্সট্যুডের।

জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার পর ভারত সরকার বিষয়টিকে তাদের অভ্যন্তরীণ ব্যাপার বলে যে দাবি করে আসছিল ওআইসির বিবৃতিতে তা অস্বীকার করা হয়েছে।

এতে মহাসচিবের কার্যালয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া প্রস্তাবের প্রতি নতুন করে সমর্থন ব্যক্ত করেছে। কাশ্মীর সমস্যার সমাধানের জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে গণভোট অনুষ্ঠানের আহ্বান জানিয়েছে ওআইসি। পাশাপাশি কাশ্মীরের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে সংস্থাটি।

কাশ্মীরে ভারত সরকার যে কারফিউ জারি করেছে তা দ্রুত প্রত্যাহার করার আহ্বান জানানো হয়েছে ওআইসির বিবৃতিতে। কাশ্মীর সংকটের স্থায়ী সমাধানের জন্য ভারত ও পাকিস্তানের মধ্যে জরুরি ভিত্তিতে সংলাপ শুরু হওয়া দরকার বলে ওআইসি মন্তব্য করেছে।

 

টাইমস/এইচইউ

Share this news on: