কাশ্মীর নিয়ে আবারও সৌদি যুবরাজ ও ইমরানের ফোনালাপ

কাশ্মীর ইস্যু নিয়ে তৃতীয়বারের মতো সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

সোমবার রাতে মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ইমরান খান টেলিফোনে কথা বলেছেন বলে জানিয়েছে সৌদি ভিত্তিক গণমাধ্যম আল আরাবিয়া।

ফোনালাপে যুবরাজকে কাশ্মীরের সাম্প্রতিক পরিস্থিতির বিষয় অবহিত করা ছাড়াও দ্বিপাক্ষিক বিষয় এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন ইমরান খান।

এদিকে এক দিনের সরকারি সফরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল বিন আহমেদ আল-জুবায়ের বুধবার পাকিস্তানে আসছেন।

এ সময় তিনি আঞ্চলিক পরিস্থিতি ও দ্বিপাক্ষিক বিষয় নিয়ে প্রধানমন্ত্রী ইমরান খান, পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি ও পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সঙ্গে আলোচনা করবেন বলে জানা গেছে।

কাশ্মীরে ভারত সরকারের একতরফা সিদ্ধান্তের বিষয়ে সহযোগীতা চেয়ে শুরুতেই সৌদি যুবরাজের সঙ্গে পাক প্রধানমন্ত্রী ইমরান খান কথা বলেছিলেন। তবে ভারত-পাকিস্তান উভয় দেশের সঙ্গে সম্পর্ক রক্ষা করায় কাশ্মীর নিয়ে সৌদি আরবের অবস্থান এখনও স্পষ্ট নয়।

 

টাইমস/এএইচ/এসআই

Share this news on: