ব্রেক্সিট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানুয়ারিতে  

জানুয়ারিতে ব্রেক্সিট বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে।কিভাবে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাবে যুক্তরাজ্য ব্রিটিশ পার্লামেন্টে সেই ইস্যুতে নতুন তারিখের প্রস্তাব দিলেন তিনি।

থেরেসা মে বলেন, ৭ জানুয়ারি এই বিষয়ে পুনরায় আলোচনা শুরু হবে। পরের সপ্তাহে শুরু হবে ভোট।

তিনি আরও বলেন, ১৪ জানুয়ারিতে শুরু হওয়া সপ্তাহেই এমপিরা ব্রেক্সিট চুক্তি নিয়ে ভোটাভুটি করবেন।

এ ভোট গত সপ্তাহে হওয়ার কথা থাকলেও মে তা পিছিয়ে দিয়েছিলেন। ভোটাভুটিতে ব্রেক্সিট চুক্তিটি পাস না হওয়ার আশঙ্কার কারণেই মে ওই পদক্ষেপ নেন বলে ধারণা করা হয়।

যুক্তরাজ্যের ইইউ থেকে বেরিয়ে যাওয়ার আর মাত্র ১৪ সপ্তাহের কিছু বেশি সময় বাকি। ফলে তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হবে বলে পার্লামেন্টের অনেক সদস্যই চিন্তিত।

মে’র দাবি, ব্রেক্সিট চুক্তির বিতর্কিত বিষয়গুলো নিয়ে চিন্তার কোনো কারণ নেই। গত সপ্তাহে ইইউ সম্মেলনে গিয়ে তিনি নতুন করে আশ্বাস ও নিশ্চয়তা পেয়েছেন।

আস্থাভোটে প্রধানমন্ত্রিত্ব টিকে গেলেও থেরেসা মে’র শাসন করা কঠিন হবে বলে মনে করছেন অনেক এমপি। কারণ আস্থাভোটের মধ্য দিয়ে থেরেসা মে’র কর্তৃত্ব ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অবস্থায় ব্রেক্সিট সংকট থেকে উত্তরণে সম্ভাব্য বিকল্প দ্বিতীয় গণভোটের কথা অনেক এমপিই বিবেচনা করছেন।

 

টাইমস/এইচইউ

Share this news on: