অবৈধ একজন নাগরিকও ভারতে থাকতে পারবে না: অমিত শাহ

জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) নিয়ে আবারও কেন্দ্রীয় সরকারের কঠোর অবস্থানের কথা বলেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এক সভায় তিনি বলেছেন, ভারতের মাটিতে কোনও অবৈধ অভিবাসীর থাকার অধিকার নেই। তাদের প্রত্যেককে যেভাবেই হোক ভারতের বাইরে যেতে হবে। এনআরসি তালিকায় যাদের নাম নেই, তাদের ভারতে থাকারও কোনও অধিকার নেই।

রোববার নর্থ ইস্ট কাউন্সিল (এনইসি)’র   এক সম্মেলনে যোগ দিয়েই তিনি একথা বলেন। অমিত শাহ এই কাউন্সিলের চেয়ারম্যান।

অবৈধ অভিবাসীরা কোনোভাবেই ভারতে থাকতে পারবে না উল্লেখ করে তিনি বলেন, এনআরসি নিয়ে অনেক প্রশ্ন উঠছে। একটি বিষয় কেন্দ্রের তরফ থেকে পরিষ্কার করে দেয়া ভালো, অবৈধ অভিবাসীরা কোনোভাবেই ভারতে থাকার সুযোগ পাবেন না। এই সিদ্ধান্তে অবিচল রয়েছে কেন্দ্রীয় সরকার।

এনআরসি প্রসঙ্গে অমিত শাহ বলেন, একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে কাজ চলছে, যা এখনও শেষ হয়নি। তবে এনআরসি নিয়ে কঠোর অবস্থানে কেন্দ্র। অবৈধভাবে বসবাসকারীদের রেয়াত করা হবে না।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনইসির ভাইস চেয়ারম্যান জিতেন্দ্র সিং। তিনিও অমিত শাহের বক্তব্যকে সমর্থন করেন।

ইতিমধ্যেই এনআরসি নিয়ে আসামে আতঙ্ক ছড়িয়েছে। ৩১ আগস্ট প্রকাশিত ওই তালিকায় চূড়ান্তভাবে ঠাঁই হয়েছে ৩ কোটি ১১ লাখ লোকের। তালিকা থেকে বাদ পড়েছে ১৯ লাখ ৬ হাজার মানুষ।

 

টাইমস/এসআই

 

Share this news on: