বাংলাদেশে রিভা, যুক্তরাষ্ট্রে হর্ষবর্ধন ভারতের নতুন রাষ্ট্রদূত

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন আন্তর্জাতিক সাংস্কৃতিক সম্পর্ক কাউন্সিলের (আইসিসিআর) মহাপরিচালক রিভা গাঙ্গুলি দাস।

অন্যদিকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে কর্মরত হর্ষবর্ধন শ্রিংলা যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন।

বৃহস্পতিবার পৃথক সংবাদ বিজ্ঞপিতে দুইজনের নিয়োগের বিষয়টি জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর টাইমস অব ইন্ডিয়ার।

খবরে বলা হয়েছে,   রিভা গাঙ্গুলি দাস বিদায়ী হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলার স্থলাভিষিক্ত হলেন। তিনি  শিগগির তার দায়িত্ব গ্রহণ করবেন। অন্যদিকে বর্তমানে যুক্তরাষ্ট্রে দায়িত্বরত ভারতীয় রাষ্ট্রদূত নভেজ সরনার মেয়াদ শেষ হওয়ায় শ্রিংলাকে সেখানে নিয়োগ দেয়া হয়েছে।

১৯৬১ সালে জন্ম নেয়া রিভা গাঙ্গুলি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। আইসিসিআরের মহাপরিচালক পদে নিয়োগ পাওয়ার আগে রিভা নিউইয়র্কে ভারতের কনসাল জেনারেল পদে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি রোমানিয়া, আলবেনিয়া ও মলদোভায় ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এর আগে তিনি স্পেনে, পররাষ্ট্র দফতরে বহিঃপ্রচার বিভাগ,  বাংলাদেশে ভারতের হাইকমিশনে সাংস্কৃতিক শাখার প্রধান,  জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক সম্পর্ক বিভাগের পরিচালক, নেদারল্যান্ডে ভারতের দূতাবাসে উপ-প্রধান, চীনের সাংহাইতে ভারতের কনস্যুলেটে কনসাল জেনারেল, পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগ,  লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান সম্পর্ক বিভাগে দায়িত্ব পালন করেছেন।

অন্যদিকে ২০১৬ সাল থেকে ঢ়াকায় বাংলাদেশের হাইকমিশনারের দায়িত্ব পালন করা হর্ষবর্ধন শ্রিংলা শিগগির ওয়াশিংটনে দায়িত্ব গ্রহণ করবেন।

তিনি  এমইএতে বাংলাদেশ, শ্রীলঙ্কা, মিয়ানমার ও মালদ্বীপ বিষয়ক যুগ্ম-সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি জাতিসংঘে রাজনৈতিক ও সার্ক সংক্রান্ত বিভাগে নেতৃত্ব দিয়েছেন।

হর্ষবর্ধন শ্রিংলা তার তিন দশকেরও বেশি কূটনৈতিক জীবনে ভারতের বিদেশ মন্ত্রণালয় (এমইএ) এবং প্যারিস, হ্যানয় ও তেল আবিব মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

 

টাইমস/এইচইউ

Share this news on: