ইসরায়েলে সাধারণ নির্বাচন মঙ্গলবার

ইহুদিবাদী ইসরায়েলের ২২ তম সাধারণ নির্বাচন মঙ্গলবার অনুষ্ঠিত হবে। নির্বাচনে বর্তমান ক্ষমতাসীন ডানপন্থী লিকুদ পার্টির সঙ্গে মধ্যপন্থী ব্লু এন্ড হোয়াইট পার্টির তীব্র লড়াই হওয়ার আভাস দিচ্ছে আন্তর্জাতিক গণ্যমাধ্যম।

প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে লিকুদ পার্টির হয়ে লড়ছেন পার্টির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ব্লু এন্ড হোয়াইট পার্টি থেকে লড়ছেন সাবেক আর্মি চীফ অব স্টাফ বেনি গান্টজ।

এর আগে, ৯ এপ্রিলের নির্বাচনে ৫ম বারের মতো জয়ী হন নেতানিয়াহু। কিন্তু ১২০ সদস্যের নেসেটে (সংসদের নাম) সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন করতে পারেননি তিনি। নির্বাচনে ভোট দেবেন প্রায় ৬০ লাখ মানুষ।

 

টাইমস/এএইচ/এইচইউ

Share this news on: