‘আমি থাকতে বাংলা ছেড়ে কাউকে যেতে হবে না’

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলায় উস্কানিমূলক মন্তব্য প্রচার করা হচ্ছে। কিন্তু বাংলার সকল মানুষ নিশ্চিত থাকুন, এখানে কোনও এনআরসি হবে না। আমি থাকতে বাংলা ছেড়ে কাউকে যেতে হবে না।

পশ্চিমবঙ্গে এই প্রথম এনআরসি আতঙ্কে আত্মহত্যা করেছেন এক যুবক। শুক্রবার সকালে ময়নাগুড়ি রেলগেটের কাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় স্থানীয় বাসিন্দা অন্নদা রায়ের দেহ।

তার পরিবারের অভিযোগ, এনআরসি নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছিলেন তিনি। আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়াও নানা জায়গায় এনআরসি আতঙ্কে রাস্তায় নেমে পড়ছে মানুষ।

এই খবর মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাতেই তিনি মৃত ব্যক্তিদের পরিবারের জন্যে দুই লাখ রুপি করে ক্ষতিপূরণ ঘোষণা করেন।

তার কথায়, 'বিজেপি আসলে রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্যেই এনআরসির কথা প্রচার করছে। শুনে রাখুন, আপনাদের কারও গায়ে হাত দিতে হলে আগে আমার গায়ে হাত দিতে হবে। বাংলা ছেড়ে কাউকে যেতে হবে না।'

তিনি আরও বলেন, 'আমি বলছি চিন্তা করার কোনও কারণ নেই, আমার ওপর বিশ্বাস রাখুন।'

মমতা বলেন, 'দিল্লিতে যে মিটিং করে এলাম, তাতে এনআরসি নিয়ে কোনো কথাই হয়নি। কারণ এনিয়ে কথা বলার কিছুই নেই। বাংলায় কোনো এনআরসি হবে না।'

 

টাইমস/এসআই

Share this news on: