জাতিসংঘের সাধারণ অধিবেশনে তোলা হবে কাশ্মীর ইস্যু

আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ সভার অধিবেশনে কাশ্মীর প্রসঙ্গ তুলতে পারেন মহাসচিব আন্তোনিও গুতেরেস।

এই তথ্য দিয়ে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক সাংবাদিকদের বলেছেন, ‘এই সমস্যা সমাধানে আলোচনাই একমাত্র রাস্তা বলে মনে করছেন মহাসচিব গুতেরেস। তার মতে, কাশ্মীর সঙ্কটের মধ্যে মানবাধিকার রক্ষার বিষয়টিতেও যেন গুরুত্ব দেয়া হয়।

বৃহস্পতিবার নিয়মিত এক সংবাদ সম্মেলনে কাশ্মীর নিয়ে করা এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, কাশ্মীর সমস্যা সমাধানের একমাত্র উপায় হিসেবে মহাসচিব সব সময় সংলাপের ওপর গুরুত্ব দিয়ে এসেছেন।

বুধবার পাকিস্তানের এক সাংবাদিকের জম্মু-কাশ্মীর নিয়ে প্রশ্নের জবাবে মহাসচিব গুতেরেস বলেন, ‘ওই অঞ্চলে মানবাধিকারের প্রতি পূর্ণ সম্মান বজায় রাখতে হবে। আর এই সমস্যা সমাধানে ভারত ও পাকিস্তানের মধ্যে আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।

তিনি বলেন, তার দপ্তর দুই দেশের জন্যই কাজ করতে রাজি। যদি তারা এ ব্যাপারে জাতিসংঘের কাছে আবেদন জানায়।

 

টাইমস/এসআই

Share this news on: