পশ্চিমবঙ্গে এনআরসি হবেই, মমতা রুখতে পারবেন না: অমিত শাহ

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির সভাপতি অমিত শাহ বলেছেন, পশ্চিমবঙ্গে জাতীয় নাগরিকপঞ্জী (এনআরসি) চালু হবেই। কোনোভাবেই তা রুখতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে বিজেপির এক সম্মেলন এ কথা বলেন অমিত শাহ।

এনআরসি নিয়ে তৃণমূল-কংগ্রেস ভীতি সৃষ্টি করছে বলে অভিযোগ করে অমিত শাহ বলেন, ‘মানুষের মনে ভীতি সৃষ্টি করতে ইচ্ছাকৃতভাবে মিথ্যা রটানো হচ্ছে। বলা হচ্ছে, হিন্দুদেরও তাড়িয়ে দেয়া হবে। এর চেয়ে বড় মিথ্যা হতে পারে না। হিন্দু, বৌদ্ধ, শিখ শরণার্থীদের কেউ দেশ ছেড়ে চলে যেতে বাধ্য করবে না। নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হলে শরণার্থীরাও দেশের নাগরিক হিসেবে সমস্ত অধিকার ও সুযোগ-সুবিধা পাবেন তারা।’

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অতীত মনে করিয়ে অমিত বলেন, ‘দিদি বলছেন বাংলায় এনআরসি হবে না। কিন্তু আমরা প্রতিটি অবৈধ অনুপ্রবেশকারীকে তাড়িয়ে ছাড়ব। মমতা যখন বিরোধী ছিলেন অনুপ্রবেশকারীরা তখন বামদের ভোট দিত। উনি অনুপ্রবেশকারী ইস্যুতে সংসদ চলতে দেননি। স্পিকারের মুখে ফেলেছিলেন। এখন অনুপ্রবেশকারীরা উনার ভোটব্যাংক হয়ে গেছে।’

৩৭০ ধারা বিলোপ নিয়েও এ দিন তৃণমূল-কংগ্রেসকে এক হাত নেন শাহ। তার কথায়, ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন পূরণ করেছেন মোদিজি। তাই বাংলার মানুষও ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। অথচ ৩৭০ ধারা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে পারছে না তৃণমূল। সংসদে ভোটাভুটির সময়ে ওরা ওয়াকআউট করেছিল।’

 

টাইমস/এসআই

 

Share this news on: