বিজেপির কর্মকাণ্ড দেখলে গান্ধী ব্যথিত হতেন: সোনিয়া গান্ধী

ভারতের জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকীতে ক্ষমতাসীন বিজেপি ও বিজেপি সমর্থিত উগ্র হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ(আরএসএস)’র তুলোধুনো করলেন কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতি সোনিয়া গান্ধী।

বুধবার মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে দিল্লির রাজঘাটে দলীয় সমর্থকদের উদ্দেশে বক্তৃতা করেন সোনিয়া।

তিনি বলেন, ‘গত কয়েক বছর ধরে ভারতে যা ঘটছে, তা দেখলে অত্যন্ত ব্যথিত হতেন মহাত্মা গান্ধী। মিথ্যার রাজনীতিকে যারা প্রশ্রয় দেন, তাদের পক্ষে গান্ধীর অহিংস দর্শন বোঝা সম্ভব নয়। যারা নিজেদের সর্বশ্রেষ্ঠ বলে মনে করেন, তারা গান্ধীর আত্মত্যাগ বুঝবেন কী করে?’

বিজেপি দেশের শাসনব্যবস্থায় গৈরিকীকরণের প্রচেষ্টা চালাচ্ছে বলে আগেও একাধিক বার অভিযোগ তুলেছে কংগ্রেস।

কংগ্রেস কর্মীদের মহাত্মা গান্ধীর আদর্শ মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ভারত এবং গান্ধী একে অপরের সমার্থক। কিন্তু কিছু মানুষ চান, আরএসএস এবং ভারত একে অপরের সমার্থক হয়ে উঠুক।’

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা গান্ধীও। বিজেপিকে তীব্র আক্রমণ করেন তিনিও।

তিনি বলেন, ‘সত্যের পথ অনুসরণ করতে বলেছিলেন গান্ধীজি। বিজেপি আগে তা করে দেখাক, তারপর না হয় মহাত্মা গান্ধীকে নিয়ে কথা বলবে।’

 

 টাইমস/এসআই

Share this news on: