গুগলে ডাক পেয়ে আয়ারল্যান্ডে গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তামিম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্সের ছাত্র তামিম আদ্দারি গুগলে ডাক পেয়েছেন। তিনি ইতিমধ্যে আয়ারল্যান্ডে পাড়ি জমিয়েছেন।

জানা গেছে, তামিম আদ্দারি কুমিল্লা ক্যাডেট কলেজ হতে এসএসসি ও এইচএসসি পাশ করেছেন। তিনি ২০১৭ সালের আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনালিস্ট ছিলেন। তামিম আদ্দারী গুগলের নিউ ইয়র্ক অফিসে ইন্টারভিউ দিয়েছিলেন।

জানা গেছে, বেশ কয়েকটি ধাপে গুগলের রিক্রটিং প্রসেস অনুষ্ঠিত হয়। প্রথমে ফোনকলের মাধ্যমে প্রার্থীর সাথে সম্পূর্ণ প্রক্রিয়া নিয়া আলোচনা করে গুগল। এরপর গুগলের কোন ইঞ্জিনিয়ার ভিডিও কলে ৪৫ মিনিটের একটি ইন্টারভিউ নেন। এই ধাপ পেরোলে গুগলের কোন এক অফিসে গিয়ে অনসাইট ইন্টারভিউ দিতে হয়। অনসাইটে ৩-৫ টি ৪৫ মিনিটের ইন্টারভিউ হয়। সদ্য গ্রাজুয়েট হলে সবগুলোই প্রবলেম সল্ভিং ইন্টারভিউ নেয়া হয়। অন্যথায়, একটি সিস্টেম ডিজাইন ইন্টারভিউ নেয়া হয়। সবগুলো ধাপে সফল হলে গুগলের কোন টিমের সাথে কাজ করতে ইচ্ছুক সেই ব্যাপারে জেনে গুগলের সংশ্লিষ্ঠ টিম মনোনীত প্রার্থীর সাথে যোগাযোগ করে। এর পরই চলে চূড়ান্ত নিয়োগের প্রক্রিয়া।

 

টাইমস/জেকে

Share this news on: