অবশেষে জুলিয়েটের দেখা পাচ্ছে ওয়াটার ফ্রগ রোমিও

বিশ্বের সবচেয়ে একাকী বসবাসকারী একমাত্র পানি ব্যাঙ। আদর করে বিজ্ঞানীরা যার নাম দিয়েছেন ‘রোমিও’। বিলুপ্তপ্রায় প্রজাতির এই ওয়াটার ফ্রগ দীর্ঘ ১০ বছর ধরে বলিভিয়ার একটি জাদুঘরে একাকী পড়ে আছে। তার সঙ্গে বসবাসের জন্য উপযোগী সমজাতীয় ব্যাঙ পাওয়া যাচ্ছিল না।

অবশেষে তার দীর্ঘ অপেক্ষার পালা শেষ হচ্ছে। একাকীত্ব দূর করতে অনেক খোঁজাখুঁজির পর তার জন্য জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। গবেষকরা আদর করে যার নাম দিয়েছেন ‘জুলিয়েট’।

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, পরিবেশবাদীদের ধারণা এই প্রজাতির ওয়াটার ফ্রগের মধ্যে বিশ্বে রোমিওই একমাত্র জীবিত। বিশ্বের বিলুপ্তপ্রায় এই প্রজাতির ব্যাঙকে বাঁচাতে আগামী ভ্যালেন্টাইন ডে রোমিও ও জুলিয়েটকে একসঙ্গে করতে চান গবেষকরা।

প্রতিবেদনে বলা হয়, এর আগে রোমিওর জীবনসঙ্গী খোঁজতে তহবিল গঠনের লক্ষ্যে গ্লোবাল ওয়াইল্ডলাইফ কনজার্ভেশন, ম্যাচ.কম ও বলিভিয়া কর্তৃপক্ষের উদ্যোগে একটি টিম গঠন করা হয়। একই সঙ্গে এই টিমের উদ্যোগে বিখ্যাত ডেটিং ওয়েবসাইট ‘ম্যাচ.কম’ এ একটি প্রোফাইল খোলা হয়।

ম্যাচ.কম এর সিইও হিসাম হোসেইনি বলেন, রোমিওর জন্য একজন জীবনসঙ্গী খোঁজে পাওয়া অনেক চ্যালেঞ্জ। একটি প্রজাতিকে বাঁচাতে আমরা অত্যন্ত আনন্দ ও আত্মবিশ্বাসের সঙ্গে সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছি।

এদিকে রোমিওর জন্য জুলিয়েট খুঁজতে প্রাণিবিজ্ঞানী তেরেসা ক্যামাকোর নেতৃত্বে একদল গবেষক বলিভিয়ার গভীর জঙ্গলে অনুসন্ধান চালান। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে তার জুলিয়টের সন্ধান পান।

গবেষক তেরেসা বলেন, আমরা খুঁজতে খুঁজতে ক্লান্ত ও হতাশ হয়ে পড়েছিলাম। আমাদের মনে হয়েছিল জলবায়ু পরিবর্তন ও দূষিত পানির স্রোতে এই প্রজাতিটি প্রায় ধ্বংস হয়ে গেছে। কিন্তু আমরা হাল ছাড়িনি।

অবশেষে এই গবেষণা দল এই প্রজাতির চারটি ব্যাঙ খুঁজে পান, যাদের মধ্যে দুটি পুরুষ ও দুটি স্ত্রী ব্যাঙ। গবেষকদের ধারণা, এদের মধ্যে জুলিয়েট হচ্ছে একমাত্র প্রাপ্ত বয়স্ক ব্যাঙ, যার প্রজনন ক্ষমতা রয়েছে।

বলিভিয়ার অ্যালসাইড ডি’অরবিগনি মিউজিয়ামের পরিচালক রিকার্ডো বলেন, এখন ল্যাব টেস্টের পর যদি দেখা যায় জুলিয়েট সুস্থ ও স্বাভাবিক তাহলে তাকে রোমিওর সঙ্গে রাখা হবে। তিনি বলেন, আমরা আশা করছি তারা পরস্পর আকৃষ্ট হবে, যা এই প্রজাতির ব্যাঙ বাঁচিয়ে রাখতে ভূমিকা রাখবে।

 

টাইমস/এএইচ/জিএস

Share this news on:

সর্বশেষ

img
জাহাজসহ জিম্মি নাবিকদের উদ্ধারে সরকার অনেক দূর এগিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী Mar 28, 2024
img
ঢাবির কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ, ৮৯.৯৩ শতাংশ ফেল Mar 28, 2024
img
একনেকে ৮ হাজার ৪২৫ কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন Mar 28, 2024
img
রাজসিক সংবর্ধনায় দায়িত্ব নিলেন বিএসএমএমইউ'র নতুন উপাচার্য Mar 28, 2024
img
রোদে পোড়া ত্বকের যত্নে হলুদের ঘরোয়া প্যাক Mar 28, 2024
img
শহরের চেয়ে গ্রামে বিয়ে-তালাক বেশি Mar 28, 2024
img
ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৫ Mar 28, 2024
img
বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে সমর্থন অব্যাহত থাকবে: ম্যাথিউ মিলার Mar 28, 2024
img
নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত Mar 28, 2024
img
নিষেধাজ্ঞার ৩ দিনের মধ্যে ভারত থেকে পেঁয়াজ আমদানির প্রস্তাব অনুমোদিত Mar 27, 2024