সাহারা জুট মিলের আগুন নিয়ন্ত্রনে

ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট পাঁচ ঘন্টা চেষ্টার পর গাজীপুরের শ্রীপুরে সাহারা জুট মিলের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

সোমবার ভোর সাড়ে ৫টার দিকে শ্রীপুরের কেওয়া বাজারে ওই জুট মিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সকাল থেকে জয়দেবপুর, শ্রীপুর ও ভালুকা ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় সাড়ে পাঁচ ঘন্টা চেষ্টার পর বেলা সোয়া এগারটায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন লাগার কারণ হিসেবে ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামান লিটন জানান, প্রথমে ওই কারখানার শেডে আগুন লাগে। পরে দ্রুত পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। গুদামে থাকা সূতা, পাট ও পাটজাত পণ্য, বিভিন্ন দাহ্য উপকরণ, কারখানার ভেতরে থাকা মেশিন ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

এ ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। এখন ফায়ার সার্ভিসের কর্মীরা ডাম্পিংয়ের কাজ করছেন।

 

টাইমস/এএইচ/এইচইউ

Share this news on: