গণশপথে মাঠের আন্দোলনের ইতি টানলেন বুয়েট শিক্ষার্থীরা

নিপীড়ন, সন্ত্রাস ও রাজনীতিমুক্ত ক্যাম্পাস গড়ার শপথ নিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক-শিক্ষার্থীরা। এই গণশপথের মধ্য দিয়ে আবরার হত্যার বিচার দাবিতে বুয়েট শিক্ষার্থীদের মাঠের আন্দোলনের সমাপ্তি ঘটল।

বুধবার দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে তারা এই গণশপথ নেন। এতে শিক্ষক-শিক্ষার্থীরা এক সারিতে দাঁড়িয়ে সন্ত্রাস ও সাম্প্রদায়িক শক্তিকে রুখে দেয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়।

শপথ অনুষ্ঠানে বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান ও বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ উপস্থিত ছিলেন। শপথবাক্য পাঠ করান বুয়েটের ১৭তম ব্যাচের শিক্ষার্থী রাফিয়া রিমকি।

গণশপথে শিক্ষার্থীরা যেকোনো সন্ত্রাস ও সাম্প্রদায়িক অপশক্তি রুখতে এবং ক্যাম্পাসে আর যেন কোনো শিক্ষার্থীর খুন হতে না হয়, সেজন্য তারা সবাই সোচ্চার থাকবেন বলে ঘোষণা দেন। ১০ দফা দাবির বাস্তবায়ন ও সামনের আন্দোলনের বিষয়ে শিক্ষার্থীরা তাদের অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে একাডেমিক কার্যক্রম স্থগিত রাখবেন।

আন্দোলনকারী শিক্ষার্থী আরিফ ইবনে আলী বলেন, গণশপথের মধ্য দিয়ে মাঠের আন্দোলন শেষ হল৷ মাঠের আন্দোলন শেষ হলেও দাবিগুলো বাস্তবায়ন হচ্ছে কিনা সে ব্যাপারে পর্যবেক্ষণ চলবে।

উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেন, চার্জশিট গঠনের পর আমরা অতিদ্রুতই অভিযুক্তদের স্থায়ী বহিষ্কার করব। আমরা সামনের পরিস্থিতি নিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলছি। শিক্ষার্থীরা আগের থেকে এখন অনেক পজিটিভ হয়েছে। ক্লাস-পরীক্ষা নিয়ে শিক্ষার্থীরা যে সিদ্ধান্ত নেয় তাই আমরা গ্রহণ করব।

গত ৬ অক্টোবর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরে বাংলা হলের ২০১১ নম্বর রুমে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় আবরারকে। আবরার বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের (১৭তম ব্যাচ) ছাত্র ছিলেন। তিনি থাকতেন বুয়েটের শেরেবাংলা হলের নিচতলায় ১০১১ নম্বর কক্ষে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
রাজসিক সংবর্ধনায় দায়িত্ব নিলেন বিএসএমএমইউ'র নতুন উপাচার্য Mar 28, 2024
img
রোদে পোড়া ত্বকের যত্নে হলুদের ঘরোয়া প্যাক Mar 28, 2024
img
শহরের চেয়ে গ্রামে বিয়ে-তালাক বেশি Mar 28, 2024
img
ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৫ Mar 28, 2024
img
বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে সমর্থন অব্যাহত থাকবে: ম্যাথিউ মিলার Mar 28, 2024
img
নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত Mar 28, 2024
img
নিষেধাজ্ঞার ৩ দিনের মধ্যে ভারত থেকে পেঁয়াজ আমদানির প্রস্তাব অনুমোদিত Mar 27, 2024
img
জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়া উচিত বিএনপির : কাদের Mar 27, 2024
img
‘তুফান’এর পোস্টার প্রকাশ, গ্যাংস্টার রূপে আসছেন শাকিব খান Mar 27, 2024
img
বিএনপির মন্ত্রীদের বউরা ভারত থেকে শাড়ি এনে বিক্রি করত : প্রধানমন্ত্রী Mar 27, 2024