সাড়ে তিন কোটি আত্মসাতে: খুলনায় সাবেক সহকারী কর কমিশনার গ্রেপ্তার

তিন কোটি ৪৭ লাখ ৩৪ হাজার ৪১৯ টাকা আত্মসাতের অভিযোগে খুলনার সাবেক সহকারী কর কমিশনার মো. মেঝবাহ উদ্দিন আহমেদকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার সন্ধ্যায় নগরের বড় বয়রা পালপাড়া এলাকার নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করে দুদকের সমন্বিত খুলনা জেলা কার্যালয়।

এর আগে দুপুরের দিকে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শাওন মিয়া বাদী হয়ে দুদক কার্যালয়ে মেঝবাহ উদ্দিনের নামে মামলা করেন। মামলায় তার বিরুদ্ধে তিন কোটি ৪৭ লাখ ৩৪ হাজার ৪১৯ টাকা আত্মসাতে বিষয়টি উল্লেখ করা হয়।

দুদক সমন্বিত খুলনা জেলা কার্যালয়ের উপ-পরিচালক নাজমুল হাসান বলেন, জনগণের করের টাকা আত্মসাতের অভিযোগে ওই সহকারী কর কমিশনারকে আগেই বরখাস্ত করে জাতীয় রাজস্ব বোর্ড। পরে ওই ঘটনা নিয়ে মামলা হলে সেটার তদন্তের দায়িত্ব পায় দুদক। প্রাথমিক তদন্তে মেঝবাহ উদ্দিনের টাকা আত্মসাতের প্রমাণ মিলেছে। দুপুরের দিকে মামলা পর খুলনা কর কমিশনারের কার্যালয় থেকে তাকে গ্রেপ্তারের অনুমতি নেওয়া হয়।

বিভাগের অনুমতি নিয়ে মেঝবাহ উদ্দিনের বিরুদ্ধে মামলাটি করেন খুলনা কর অঞ্চলের উপকর কমিশনার (সদর প্রশাসন) খোন্দকার তারিফ উদ্দিন আহমেদ। তিনি বলেন, খুলনা মহানগর হাকিমের আদালতে করা মামলাটি প্রথমে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেওয়া হয়। কিন্তু তা সঠিক না হওয়ায় পরে বিচারক ওই মামলার তদন্তের দায়িত্ব দেন দুদককে। দুদক তদন্ত করে ব্যবস্থা নিয়েছে।

খোন্দকার তারিখ উদ্দিন আহমেদ বলেন, ২০১৭ সালের ৮ মে থেকে ২০১৮ সালের ৮ নভেম্বর পর্যন্ত সহকারী কর কমিশনার মেঝবাহ উদ্দিন আহমেদ খুলনা কর অঞ্চলের অধীন বাগেরহাটে (কর সার্কেল ১৪) কর্মরত ছিলেন। ওই সময় পর্যন্ত করদাতাদের কাছ থেকে আদায় করা রাজস্ব, পে-অর্ডার, ডিডি, ক্রস চেক সরকারি কোষাগারে চালানের মাধ্যমে জমা না দিয়ে বাগেরহাট সোনালী ব্যাংক শাখার বেতন হিসাব নম্বরে (অ্যাকাউন্টে) জমা দেন। পরবর্তী সময়ে তিনি সেই ব্যাংক হিসাব থেকে নিজের স্বাক্ষরের মাধ্যমে ২ কোটি ১০ লাখ ২৪ হাজার ৪২৩ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন। মোট ৪০টি চেকের মাধ্যমে ওই টাকা উত্তোলন করেন মেঝবাহ উদ্দিন।

তিনি আরও বলেন, বাগেরহাট থেকে মেঝবাহ উদ্দিনকে ভেড়ামারা এবং সেখান থেকে মাগুরায় বদলি করা হয়। সেখানেও একইভাবে বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে ১ কোটি ৩৭ লাখ ১০ হাজার ৬ টাকা আত্মসাৎ করেন। টাকার অসংগতি ধরা পড়ায় খুলনা কর কমিশন থেকে অভ্যন্তরীণ এক সদস্যের একটি কমিটি গঠন করা হয়। গত ১২ মে ওই কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেয়। ১৩ মে মেঝবাহ উদ্দিনকে শোকজ করা হয়। পরে ১৯ মে ওই ঘটনা রাজস্ব বোর্ডকে জানানো হলে রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে ওই দিনই তাকে বরখাস্ত করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা করা হয়।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন : ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০৭ Apr 20, 2024
img
পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড ২৭ বস্তা টাকা Apr 20, 2024
img
মালয়েশিয়ায় শোষণের শিকার বাংলাদেশি শ্রমিকরা : জাতিসংঘ Apr 20, 2024
img
শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক ডিপজল Apr 20, 2024
img
তীব্র তাপপ্রবাহ : প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ Apr 20, 2024
img
সারাদেশে ৩ দিনের হিট অ্যালার্ট জারি Apr 19, 2024
img
বিশ্বের ১০০ প্রভাবশালীদের তালিকায় আলিয়া Apr 19, 2024
img
পালিয়ে আসা ২৮৫ জনকে ফেরত নিচ্ছে মিয়ানমার: পররাষ্ট্রমন্ত্রী Apr 19, 2024
img
গ্রেপ্তারি পরোয়ানার শঙ্কায় নেতানিয়াহু, ইসরায়েলে জরুরি বৈঠক Apr 19, 2024
img
পালিয়ে বাংলাদেশে এলেন আরও ১১ বিজিপি সদস্য Apr 19, 2024