ছাত্রলীগের হামলায় ছাত্র ফেডারেশনের ৭ নেতাকর্মী আহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাতজন নেতা-কর্মীকে পিটিয়ে আহত করা হয়েছে। ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে এ হামলার জন্য বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীদের দায়ী করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ এলাকায় মঙ্গলবার রাত সাড়ে ১০টা থেকে সোয়া ১১টার মধ্যে দুই দফায় তাদের ওপর হামলা চালানো হয়।

ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি উম্মে হাবিবা বেনজীর সাংবাদিকদের বলেন, মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে শারীরিক শিক্ষা কেন্দ্র এলাকায় ছাত্র ফেডারেশনের পরিচয় দেয়ায় ঢাকা মহানগরের সদস্য রাসেল সরকারকে ছাত্রলীগের একদল নেতা-কর্মী মারধর করে চলে যান। খবর পেয়ে আমি প্রক্টর স্যারকে ফোন করলে তিনি বলেন, তিনি গাড়ি পাঠাচ্ছেন এবং আসছেন। এর মধ্যে আমি আবার ফোন পাই, ২০-২৫টা মোটরসাইকেলে করে এসে ছাত্রলীগের নেতা-কর্মীরা আমাদের কর্মীদের ওপর আবারও হামলা চালিয়েছে। আমাদের নেতা-কর্মীদের তারা বেধড়ক মারধর করেন।

মারধরের ঘটনার ভিডিও ফুটেজ দেখে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দেবেন বলে জানান বেনজীর ৷

জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, শুনেছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের কথা-কাটাকাটি হয়েছে এবং বহিরাগতরা বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থীকে মারধর করেছে। দুজনই ছাত্রলীগের পদধারী।

হামলায় আহতরা হলেন, ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক ইমরান হোসেন, ঢাকা মহানগরের সদস্য রাসেল সরকার, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান খান রিচার্ড ও সাদিক রেজা, ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক অনুপম রায় রূপক, সাবেক সদস্য রায়হান জামান ও সুজন। আহতরা সবাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

 

টাইমস/জিএস

Share this news on:

সর্বশেষ

img
জুনের মধ্যেই ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী Mar 29, 2024
img
বাজারে বেড়েছে মাংসের দাম, সবজিতে স্বস্তি Mar 29, 2024
img
বিএনপির ৮০ ভাগ নিগৃহীত নেতাদের তালিকা দিতে হবে : ওবায়দুল কাদের Mar 29, 2024
img
জায়েদ খানের নায়িকা হচ্ছেন টালিউডের পূজা ব্যানার্জি Mar 29, 2024
img
বঙ্গবন্ধু রেল সেতুর পৌনে ৪ কিলোমিটার দৃশ্যমান Mar 29, 2024
img
আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ Mar 29, 2024
img
দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে খাদে পড়ে বাসে আগুন, নিহত ৪৫ Mar 29, 2024
img
বিশ্ববাজারে স্বর্ণের দামে সর্বোচ্চ রেকর্ড Mar 28, 2024
img
দূষণের কারণে বছরে পৌনে ৩ লাখ বাংলাদেশির মৃত্যু Mar 28, 2024
img
আইএমএফের হিসাবে দেশের রিজার্ভ এখন কত, জানালো বাংলাদেশ ব্যাংক Mar 28, 2024