নারায়ণগঞ্জে যৌতুক মামলায় স্বামীর দুই বছরের কারাদণ্ড  

নারায়ণগঞ্জে স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় স্বামীকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. কাউছার আলম এ রায় ঘোষণা করেন। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তের নাম আবুল কালাম (৩৮)। তিনি সোনারগাঁও উপজেলার চেঙ্গাকান্দি বাংলাবাজার এলাকার মৃত আব্দুল বাতেন মিয়ার ছেলে। জামিনে গিয়ে আত্মগোপন করায় তার অনুপস্থিতিতে রায় ঘোষণা করা হয়।

আদালতের সহকারী মো. জাকির হোসাইন জানান, সোনারগাঁও উপজেলার আনন্দবাজার রায়পুর গ্রামের খোরশেদ মিয়ার মেয়ে সোনিয়া আক্তারকে ২০০৬ সালের ৩০ জুন পারিবারিকভাবে আবুল কালামের সঙ্গে বিয়ে দেওয়া হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য বিভিন্ন সময় নির্যাতন করে আসছিলো আবুল কালাম।

এ ঘটনায় স্বামীর বিরুদ্ধে মামলা করেন স্ত্রী সোনিয়া আক্তার। মামলার সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

 

টাইমস/এইচইউ

Share this news on: