উজিরপুরে নিখোঁজের এক বছর পর কঙ্কাল উদ্ধার

বরিশালের উজিরপুরের ওটরা এলাকা থেকে এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে ওটরা এলাকার ভবানীপুর বাজার সংলগ্ন কাজী বাড়ির বাগান থেকে ওই কঙ্কালটি উদ্ধার করা হয়।

কঙ্কালের পড়নে থাকা জ্যাকেটের পকেট থেকে একটি মুঠোফোন, মুঠোফোনের চার্জার, মানিব্যাগ এবং একটি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়। জাতীয় পরিচয়পত্রটি ওটরা এলাকার হালিম হাওলাদারের ছেলে কাওছার হাওলাদারের (৩২) বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানায়, কাওছার গত বছরের ২৭ ডিসেম্বর থেকে নিখোঁজ রয়েছে। তবে এ ঘটনায় তার পরিবার থেকে থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি। পরিবারের ধারণা ছিল কাওছার প্রেমের কারণে পালিয়ে রয়েছে।

মুলাদী থানার ওসি জিয়াউল আহসান জানান, ওই ব্যক্তিকে হত্যা করে লাশ ফেলে রাখা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কঙ্কালের জ্যাকেটের পকেট থেকে একটি পরিচয়পত্র পাওয়া গেছে। তারপরও কঙ্কালটি কাওছারের কিনা সেটা নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ডিএনএ পরীক্ষার প্রতিবেদন পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

 

টাইমস/এএইচ/এইচইউ

Share this news on: