বগুড়ায় ক্ষেত থেকে কৃষকের "পেঁয়াজ" চুরি

বগুড়ার বিভ্ন্নি এলাকায় কৃষকের ক্ষেত থেকে পেঁয়াজ চুরির অভিযোগ পাওয়া গেছে। তাই রাত জেগে ক্ষেত পাহারা দিচ্ছেন বগুড়ার সোনাতলা উপজেলার কৃষকরা। পেঁয়াজ ক্ষেতের পাশে ঝুপড়ি ঘর তুলে সেখানে রাতে থাকছেন তারা।

কৃষক ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সম্প্রতি সোনাতলার জোড়গাছা ইউনিয়নের মধ্য দীঘরকান্দি গ্রামের কৃষক ইয়াসিন আলীর দুই শতক জমি থেকে পেঁয়াজ চুরি হয়। এছাড়া ৪ ডিসেম্বর রাতে খাবুলিয়া, জন্তিয়ারপাড়া ও আউচারপাড়া চরের ৬ কৃষকের জমি থেকে পেঁয়াজ চুরি হয়।

এখন পর্যন্ত কোন কৃষক পেঁয়াজ চুরির বিষয়ে থানায় অভিযোগ দেয়নি বলে জানিয়েছেন সোনাতলা থানার পরিদর্শক আবদুল্লাহ আল মাছুউদ চৌধুরী।

এবছর সোনাতলা উপজেলার প্রায় ২৫০ হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয়েছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা।

 

টাইমস/টিএইচ

Share this news on: