খুলনা-ঢাকা বিরতিহীন ট্রেন সার্ভিস চালুর দাবি

খুলনা-ঢাকা রুটে বিরতিহীন ট্রেন সার্ভিস চালুসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে খুলনা নগরীর পিকচার প্যালেস মোড়ে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের আয়োজন করে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি।

সংগঠনের সভাপতি শেখ মোশাররফ হোসেনের সভাপতিত্বে মানববন্ধন পরিচালনা করেন মো. মনিরুজ্জামান রহিম ও মো. আফজাল হোসেন রাজু।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনের মহাসচিব শেখ আশরাফ উজ জামান, দাতা পরিষদের সভাপতি শেখ আব্দুল মান্নান, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মো. জাফর ইমাম, উন্নয়ন কমিটির সহ-সভাপতি শাহিন জামাল পন, অধ্যাপক মো. আবুল বাসার, মিনা আজিজুর রহমান, উন্নয়ন কমিটির সাবেক সভাপতি এস এম দাউদ আলী, সিনিয়র নেতা শেখ আবুল কাশেম, অ্যাডভোকেট কুদরত-ই-খুদা, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান হাফিজ, মো. মিজানুর রহমান বাবু, মো. মিজানুর রহমান জিয়া, মো. রকিব উদ্দিন ফারাজী, মো. বদিয়ার রহমান (শিক্ষক), কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী, বিশিষ্ট ব্যবসায়ী মো. মিজানুর রহমান টিংকু প্রমুখ।

মানববন্ধনে বক্তারা খুলনা-ঢাকা বিরতিহীন ট্রেন সার্ভিস চালু, খুলনা-যশোর রোড ছয় লেনে উন্নীত করা, শের-এ-বাংলা রোড চার লেনে উন্নীতকরণ কাজ দ্রুত শুরু, ২০১৩ সালে একনেকে অনুমোদিত রূপসা ব্রিজ থেকে রূপসা ঘাট পর্যন্ত চার লেন এবং ২০১৮ সালে অনুমোদিত থ্রি-লিংক রোডের নির্মাণকাজ দ্রুত শুরু, রূপসা ও ভৈবর নদীর তীর ঘেঁষে শহর রক্ষা বাঁধসহ দৃষ্টিনন্দন সৌন্দর্যপূর্ণ রিভার ভিউ রোড নির্মাণ করার জোর দাবি জানান।

বক্তারা বলেন, খুলনা একটি বিভাগীয় শহর হওয়া সত্ত্বেও দেশের অন্য অঞ্চলের তুলনায় দীর্ঘদিন ধরে খুলনা বিভিন্নভাবে অবহেলার স্বীকার হয়ে আসছে। ১৯৬১ সালে কেডিএ স্থাপিত হলেও আজ পর্যন্ত কেডিএ খুলনার উল্লেখযোগ্য কোনো উন্নয়ন পরিলক্ষিত নয়।

 

টাইমস/এইচইউ

Share this news on: