ইবিতে শীতকালীন ছুটি শুরু সোমবার

শীতকালীন অবকাশ ও আসন্ন পবিত্র বড়দিন উপলক্ষে আগামী সোমবার থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ১২ দিনের ছুটি শুরু হচ্ছে। ছুটি শেষে আগামী ৬ জানুয়ারি যথারীতি ক্লাস-পরীক্ষা শুরু হবে।

শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ এ তথ্য জানান।

এস এম আব্দুল লতিফ জানান, শীতকালীন ছুটি ও বড় দিন উপলক্ষে ২৩ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষাসমূহ এবং ২৪ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকবে।

তবে শীতকালীন ছুটিতে ক্লাস-পরীক্ষা ও অফিস বন্ধ থাকলেও বিশ্ববিদ্যালয়ের সবগুলো আবাসিক হল খোলা থাকবে বলে জানিয়েছে প্রভোস্ট কাউন্সিল সূত্র।

এ বিষয়ে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ড. আকরাম হোসাইন মজুমদার বলেন, উপাচার্যের পরামর্শক্রমে এবং শিক্ষার্থীদের পড়াশুনার বিষয়টি বিবেচনা করে আবাসিক হল খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছি।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on: