চিরনিদ্রায় শায়িত স্যার ফজলে হাসান আবেদ

চিরনিদ্রায় শায়িত হলেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ। রোববার দুপুর ১টা ৪৫ মিনিটে বনানী কবরস্থানে স্ত্রী আয়শা হাসান আবেদের কবরেই চিরনিদ্রায় শায়িত হন তিনি।

বনানী কবরস্থানের এ ব্লকের ১৫ নম্বর রোডে আয়শা আবেদের কবর ছিল। সেখানে সকাল থেকে ৭ জন কবর খোঁড়ার কাজ করেন। পরে সেখানে ফজলে হাসান আবেদকে সমাহিত করা হয়।

এসময় মরহুমের একান্ত ঘনিষ্ঠ জনসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এদের মধ্যে রয়েছেন মরহুমের ছেলে সাবেরান আবেদ, মেয়ে তামারা আবেদ, ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ প্রমুখ।

এর আগে সকাল ১০টা ২০ মিনিটে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য ফজলে হাসান আবেদের লাশ আর্মি স্টেডিয়ামে আনা হয়।দুপুর ১২টা ৪৬ মিনিটে সেখানেই তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে লাশবাহী গাড়ি দিয়ে মরদেহ আনা হয় বনানী কবরস্থানে।

স্যার ফজলে হাসান আবেদের জানাজা সম্পন্ন

বনানী কবরস্থানে রোববার ফজলে হাসান আবেদের দাফন

 

টাইমস/এইচইউ

Share this news on: