নির্বাচনে অনিয়ম নিয়ে বিবিসির সাথে যা বললেন শেখ হাসিনা

সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভ করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। অন্যদিকে ভরাডুবি হয়েছে দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের।

নির্বাচনে কারচুপিসহ নানা অভিযোগ তুলে নির্বাচনের ফল প্রত্যাখান করেছে বিএনপিসহ বিরোধী দলগুলো।

নির্বাচনে অনিয়মের কিছু ভিডিও ফুটেজ ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তা নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।

সম্প্রতি নির্বাচনে অনিয়মের ভিডিও নিয়ে বিবিসি'র প্রশ্নের জবাব দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ টাইমস-এর পাঠকদের জন্য সেটা হুবুহু তুল ধরা হলো।

 

বিবিসি: ভোট কারচুপির একটি ভিডিও ফুটেজ এসেছে। ভোট শুরুর আগেই বাক্স ভরা ব্যালট পেপার দেখা গেছে। আপনি কি মনে করেন- এটি একটি নিরপেক্ষ নির্বাচন হয়েছে?

প্রধানমন্ত্রী: মনে হয় আপনি একটি ভিডিও দেখেছেন। কিন্তু আপনি কি দেখেছেন সেখানে কি লেখা আছে, কোথাকার ব্যালটবাক্স সেগুলো?

বিবিসি: কিন্ত একটি ক্যামেরায় এরকম ফুটেজ আছে। তাছাড়া দেশের বিভিন্ন জায়গা থেকে এ ধরণের খবর এসেছে।

প্রধানমন্ত্রী: ওইটা এই নির্বাচনের ফুটেজ না। ওইটা অতীতের মেয়র নির্বাচনের সময় তখন গণনার জন্য ব্যালটবাক্স নিয়ে যাওয়া হচ্ছিল। সেই ছবিটা প্রকাশিত হয়েছে। কিন্তু এখানে এমন কোন ঘটনা ঘটেছে বলে আমি বিশ্বাস করি না।

বিবিসি: প্রধানমন্ত্রী, এটি আসলে চট্টগ্রাম থেকে বিবিসির রিপোর্টারের তোলা নতুন ফুটেজ।

প্রধানমন্ত্রী: হ্যা, সেটা ঠিক ছিলো... শুধুমাত্র চট্টগ্রামেরটা ঠিক ছিলো। কিন্তু বাকিটা ফ্যাব্রিকেটেড, অনেক পুরোনো।

কোনো ধরণের অভিযোগ আসলে নির্বাচন কমিশন দ্রুতই সেখানে ভোট বাতিল করে দেয়। সেখানে নির্বাচন স্থগিত করা হয়েছিল।

কোন ধরণের অনিয়ম হলে, সাথে সাথে ওই কেন্দ্রের ভোট বাতিল করে দেয়া হয়। পরে সেখানে ভোট হয়। 

কিন্তু কখনও যদি এমন কিছু অনিয়ম ঘটে যায়, আমরা তখনই অ্যাকশন নেই। ধন্যবাদ।

 

টাইমস/এইচইউ

Share this news on: