মোহাম্মদপুরে আ.লীগের সংঘর্ষে ২ কিশোর নিহত

ঢাকার মোহাম্মদপুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দুই কিশোর নিহত হয়েছে। শনিবার সকালে আদাবরের নবোদয় হাউজিংয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত কিশোরেরা হলো আরিফ (১৫) ও সুজন (১৭)। আরিফ রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতো।

স্থানীয়রা জানান, একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক ও মনোনয়নপ্রত্যাশী সাদেক খানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় একটি পিকআপভ্যানের নিচে চাপা পড়েন আরিফ ও সুজন। আরিফকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে সুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

বিষয়টি বাংলাদেশ টাইমসকে নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাড়ির এসআই বাচ্চু মিয়া।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। দলটির ধানমণ্ডির কার্যালয় থেকে মনোনয়নপ্রত্যাশীরা ফরম তুলছেন । এর মধ্যেই মোহাম্মদপুরের আদাবরের সংঘর্ষের ঘটনা ঘটে।

 

Share this news on: