ময়মনসিংহে ইমাম হত্যার বিচার দাবিতে মানবন্ধন

ময়মনসিংহের ফুলপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মসজিদের ইমাম হাফেজ জাবের উদ্দিন হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানবন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

হাফেজ জাবের ফুলপুর উপজেলার মারাদেওরা গ্রামের স্থানীয় একটি মসজিদের ইমাম ছিলেন।

জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ২১ ডিসেম্বর হাফেজ জাবের উদ্দিনকে কুপিয়ে মারাত্মক আহত করে প্রতিপক্ষের লোকজন। ওইদিন জুমার নামাজ আদায় করে ঘরে ফিরছিলেন জাবের উদ্দিন। চিকিৎসাধীন অবস্থায় ২৯ ডিসেম্বর ভোরে হাফেজ জাবের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এই ঘটনায় ৫ জনকে আসামি করা হয়।

দ্রুত ঘটনার তদন্ত ও অপরাধিদের শাস্তির দাবিতে এলাকাবাসী ও পরিবারের সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রধান করেন।

ফুলপুর থানার অফিসার ইন-চার্জ মুহাম্মদ বদরুল আলম খান জানান, এ ঘটনার মামলায় পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে। বাকীদের খুঁজছে পুলিশ।

 

টাইমস/এসআর/এইচইউ

Share this news on: