ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ৩

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ তিনজন নিহত হয়েছে। বুধবার কালীগঞ্জের শাহাপুর ও মহেশপুরের বজরাপুরে পৃথক এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কালীগঞ্জের দাদপুর গ্রামের বাহাজেল হোসেনের ছেলে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র রনি আহাম্মেদ (১০) এবং মহেশপুর উপজেলার আজমপুর গ্রামের কামাল হোসেন (৩০) ও খলিলুর রহমান (৩৭)।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া জানান, কালীগঞ্জ উপজেলার শাহাপুর-ঘিঘাটি এলাকায় মহাসড়কের পাশে শীতকালীন আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা চলছিল। এ প্রতিযোগিতায় অংশ নিতে আসা শিক্ষার্থী রনি একপর্যায়ে রাস্তায় চলে আসলে দ্রুতগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে মহেশপুর উপজেলার বজরাপুর নামক স্থানে বিদ্যুতের পিলার বহনকারী ট্রাকের সঙ্গে স্থানীয় গাড়ি আলম সাধুর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আলম সাধুর চালক কামাল হোসেন নিহত হন। আহত হন আলম সাধুর ৪ যাত্রী। তাদের কোটচাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে খলিলুর রহমানের অবস্থার অবনতি হলে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

 

টাইমস/এইচইউ

Share this news on: