চীনে দ্রুত ছড়াচ্ছে করোনাভাইরাস : বাংলাদেশেও সতর্কতা  

চীনে উদ্ভূত আলোচিত ‘করোনাভাইরাস’ খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। মানুষ থেকে মানুষের মাঝে এই ভাইরাস ছড়াচ্ছে বলে চীনের বিশেষজ্ঞরা জানিয়েছেন। এদিকে ‘করোনাভাইরাস’ আতঙ্কে বাংলাদেশেও সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে বিমানবন্দরগুলোতে আগত চীনা নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা নিয়েছে সরকার।

মঙ্গলবার দ্য গার্ডিয়ান বলছে, গত এক সপ্তাহে চীনে ১৩৯ জন এই ‘করোনাভাইরাসে’ আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৪ জন মারা গেছেন। চীনের উহান প্রদেশে গত ডিসেম্বর মাসে এই ভাইরাসটি প্রথম আলোচিত হয়। পরে ভাইরাসটি চীনের বেইজিং, সাংহাই ও সেনঝেন প্রদেশেও ছড়িয়ে পড়েছে।

এমনকি জাপান, থাইল্যান্ড ও দক্ষিণ কোরিয়াতেও এ ভাইরাসে আক্রান্ত হচ্ছে মানুষ। আর এ কারণেই বিশেষজ্ঞরা বলছেন, মানুষের মাধ্যমে এই ভাইরাস দ্রুত অন্য মানুষের মাঝে ছড়িয়ে পড়ছে।

এদিকে এই ভাইরাসের ব্যাপারে ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট বা আইইডিসিআর এর পক্ষ থেকে বলা হয়েছে, করোনাভাইরাস ঠেকাতে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে। চীন থেকে বাংলাদেশে আসা বিমান যাত্রীদের স্ক্যানিং করা হচ্ছে।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on: