ধর্ম নিয়ে কটূক্তি, শৈলকুপায় স্কুলশিক্ষক গ্রেপ্তার

ঝিনাইদহে শৈলকুপায় ফেসবুকে ধর্ম নিয়ে উস্কানিমুলক স্ট্যাটাস দেওয়ায় এক স্কুলশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম পিন্টু কুমার মজুমদার।

বুধবার রাতে নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পিন্টু কুমার মজুমদার শৈলকুপা উপজেলার কুমিড়াদহ গ্রামের চন্ডিপ্রসাদ মজুমদারের ছেলে। সে উপজেলার রঘুনন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

শৈলকুপা থানার ওসি বজলুর রহমান জানান, শিক্ষক পিন্টু কুমার মজুমদার নিজের ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে একটি আপত্তিকর স্ট্যাটাস দেয়। বুধবার দুপুরের দিকে এ খবর ছড়িয়ে পড়লে উপজেলার মুসলমানদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তারা ওই ব্যক্তির বাড়ির সামনে গিয়ে অবস্থান নেয়। খবর পেয়ে রাত ৮টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে বুধবার রাতেই কুমিড়াদহ গ্রামের তরিকুল ইসলাম তপু নামের এক ব্যক্তি পিন্টু কুমার মজুমদারকে আসামী করে একটি মামলা দায়ের করেন। বৃহস্পতিবার দুপুরে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

টাইমস/এইচইউ

Share this news on: