সিলেটে ৪.১ মাত্রার ভূমিকম্প

সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪.১। সোমবার দুপুর ১টা ১০ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। যা কয়েক সেকেন্ড স্থায়ী হয়।

বিষয়টি নিশ্চিত করে আবহাওয়া অধিদপ্তর সিলেটের আবহাওয়াবিদ মো. সাঈদ আহমদ বলেন, ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেটের গোয়াইনঘাটে।

সিলেট ছাড়াও ঢাকায় ভূমিকম্প আঘাত হেনেছে বলেও জানান তিনি।

এদিকে সিলেটে ভূমিকম্পের ফলে আতঙ্কে অনেকে বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে রাস্তায় বের হয়ে আসেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

 

 

টাইমস/এইচইউ

Share this news on: