গৌরীপুরে বাসচাপায় মা-ছেলেসহ চারজন নিহত

ময়মনসিংহের গৌরীপুরে যাত্রীবাহী বাসচাপায় মা-ছেলেসহ অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন দুইজন।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে চরশ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গৌরীপুর উপজেলার উজান কাশিয়ারচরের লাল মিয়া (৫০), তার মা রাবেয়া খাতুন (৭০), একই এলাকার সাহেরা খাতুন (৪০) এবং ময়মনসিংহের সুতিরপাড় এলাকার রফিকুল ইসলাম (৪৫)। লাল মিয়া প্রতিবন্ধী কার্ড করতে এবং বাকিরা বয়স্ক ভাতার কার্ড করতে যাচ্ছিলেন।

আহতরা হলেন- শিউলী আক্তার (২৫) ও জুলেখা আক্তার (৪০)। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কিশোরগঞ্জগামী এমকে সুপারের লামিয়া এন্ড সাদ পরিবহনের একটি বাস ময়মনসিংহগামী একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে রাবেয়া খাতুন নিহত হন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো. জয়নাল আবেদিন জানান, হাসপাতালে নেয়ার পর রফিকুল ইসলাম, সাহেরা খাতুন ও রাবেয়া খাতুন মারা যান।

গৌরীপুর থানার ওসি মো. বোরহান উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

টাইমস/এইচইউ

Share this news on: