প্লাস্টিকের বস্তায় চাল সরবরাহ, গৌরীপুরে দুই রাইস মিলকে জরিমানা

প্লাস্টিক বস্তায় চাল সরবরাহ করায় ময়মনসিংহের গৌরীপুরে দুই রাইস মিলে অভিযান চালিয়ে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার উপজেলার হাসিম অটো রাইস মিল ও বসাক অটো রাইস মিলে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেজুতি ধর।

জানা গেছে, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও হাসিম অটো রাইস মিল ও বসাক অটো রাইস মিল চাল উৎপাদন করে প্লাস্টিকের বস্তায় প্যাকেটজাত করে বাজারে সরবরাহ করতো। মঙ্গলবার দুপুরে ওই দুটি মিলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে প্লাস্টিকের বস্তা জব্দ করে। এ সময় হাসিম অটো রাইস মিলকে ২০ হাজার ও বসাক অটো রাইস মিলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার সেজুতি ধর বলেন, পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ মোতাবেক দুটি মিলকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ সময় জব্দকৃত প্লাস্টিকের বস্তা পুড়িয়ে দেওয়া হয়।

 

টাইমস/এইচইউ

Share this news on: