এসএসসি: ভূগোল পরীক্ষায় সিলেটে অনুপস্থিত ৩২৮, একজন বহিষ্কার

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এদিন সিলেট বোর্ডে অনুপস্থিত ছিল ৩২৮ জন শিক্ষার্থী।

মঙ্গলবার জেলার সরকারি মডেল স্কুল কেন্দ্রের আওতাধীন শহীদ স্মৃতি টুকের বাজার স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভূগোল ও পরিবেশ বিষয়ে পরীক্ষা চলাকালে তাকে বহিষ্কার করা হয়।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন আচার্য বলেন, এদিন কেন্দ্রটিতে ঢালারপাড় উচ্চ বিদ্যালয়ের ওই শিক্ষার্থী পরীক্ষা চলাকালে মোবাইল ফোন ব্যবহার করলে তাকে বহিষ্কার করা হয়।

সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবীর আহমদ বলেন, মঙ্গলবার ভূগোল ও পরিবেশ বিষয়ে পরীক্ষায় ৬৫ হাজার ৪৭২ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৬৫ হাজার ১ শ’ ৪৪ জন। অনুপস্থিত ছিল ৩২৮ জন শিক্ষার্থী।

 

টাইমস/এইচইউ

Share this news on: